Lab Journals by Students of Journalism & Mass Communication, VJRC
১৪ ই এপ্রিল ড. বি আর আম্বেদকরের জন্মদিন। এই উপলক্ষ্যে ১৩ ই এপ্রিল বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের সাংবাদিকতা বিভাগ, আইকিউএসি, এসসি – এসটি – ওবিসি সেলের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছিল ছাত্রছাত্রীদের বক্তৃতা প্রতিযোগিতা। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল অ্যাকাডেমি অফ প্রফেসনাল স্টাডিস। আম্বেদকর কে নিয়ে এই বক্তৃতায় প্রথম হয়েছে সুফল কাঞ্জিলাল, দ্বিতীয় হয়েছে নীলাগ্নি দাস, তৃতীয় হয়েছে সোনা মন্ডল। অনুষ্ঠানে সাংবাদিকতা বিভাগের দুটি ল্যাব জার্নাল ‘এনডেভর (ইংরেজি ভাষায়)’ এবং ‘ সংবাদ অন্বেষণ (বাংলা ভাষায়)’ প্রকাশিত হয়। পত্রিকা দুটি উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষা ড. রাজ্যশ্রী নিয়োগী। অধ্যক্ষা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সংসদের সম্পাদিকা ড. মিতাসি দাস পাইন, কলেজ পরিচালন সমিতির অধ্যাপক প্রতিনিধি ড. মৃণাল বীরবংশী, শিক্ষাবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা গার্গী ভট্টাচার্য, উইমেন সেলের কনভেনর ড. পলাশপ্রিয়া হালদার, হেলথ অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটির কনভেনর অধ্যাপিকা সোমা মজুমদার, এসসি – এসটি – ওবিসি সেলের কনভেনর লক্ষ্মী সাহা এবং দর্শন বিভাগের অধ্যাপিকা মমতা মন্ডল। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেন সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের বিভাগীয় প্রধান ড. অর্ণব কুমার ব্যানার্জী।